কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেইমার না ভিনিসিয়ুস - কাতারে ব্রাজিলের বড় ভরসা কে হবেন?

প্রথম আলো প্রকাশিত: ১৩ মে ২০২২, ১০:৪৬

এই মুহূর্তে ব্রাজিল দলের প্রাণভোমরা কে?


এই কদিন আগেও প্রশ্নটা করলে উত্তরে 'নেইমার' শোনা যেত নিশ্চিত। কিন্তু ইউরোপের ফুটবলে এবারের মৌসুমের শেষে উত্তরটা কি আর একই আছে? পিএসজিতে নেইমারের আরও একটি ব্যর্থ মৌসুম কেটেছে, চোট ভুগিয়েছে আরেকবার। অন্যদিকে রিয়াল মাদ্রিদে মৌসুমটা ভিনিসিয়ুস জুনিয়রের উত্থানের।


কাতারে ২০২২ বিশ্বকাপেরও তো আর বেশি বাকি নেই, ব্রাজিল সমর্থকদেরও তাই এখন দ্বিতীয়বার ভাবতে হচ্ছে। এবার কাতারে ব্রাজিলের কৌশলের কেন্দ্রে কাকে রাখবেন ব্রাজিল কোচ তিতে – ভিনিসিয়ুস না নেইমার?


মৌসুমজুড়েই তো আলো ছড়াচ্ছেন ভিনিসিয়ুস, নতুন করে আলোচনাটা উঠেছে গতকাল লিগে লেভান্তের বিপক্ষে রিয়ালের ৬-০ গোলে জয়ের পর। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল যে গোলের ডজন পূরণ করেনি, সেটি লেভান্তের ভাগ্য। তবে যত গোল হয়েছে, তার অর্ধেক ভিনিসিয়ুসের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও