![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F1c5a2b85-097e-45dd-b921-9af8164a1cc5%252F1.gif%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D300)
বিল ৪৮ ডলার, বকশিশ ৮১০
তাঁর দিনটি শুরু হয়েছিল অত্যন্ত মানসিক চাপের মধ্য দিয়ে। তিন বছর বয়সী ছেলেকে কারও কাছে রেখে কাজে যেতে পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত সেদিন তিনি কাজে যেতে পেরেছিলেন এবং ‘চাপযুক্ত সকাল’ পরিণত হয়েছিল একটি ‘দারুণ দিনে’। কারণ, ৪৮ দশমিক ১৭ ডলারের বিলে ওই রেস্তোরাঁকর্মীকে ৮১০ মার্কিন ডলার বকশিশ দিয়েছিলেন এক দম্পতি।
যুক্তরাষ্ট্রের রড আইল্যান্ডের ক্রাস্টনের দ্য বিগ চিজ অ্যান্ড পাব নামের রেস্তোরাঁয় ঘটে এমন ঘটনা। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ওই রেস্তোরাঁকর্মী। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউপিআই গত বুধবার এ কথা জানায়।
ওই নারী রেস্তোরাঁকর্মীর নাম জেনিফার ভারনানসিও। তিনি সেখানে ওয়েটার হিসেবে কাজ করছেন সাড়ে তিন বছর ধরে। জেনিফার ভারনানসিও বলেন, সম্প্রতি এক সকাল শুরু হয়েছিল দারুণ চাপের মধ্য দিয়ে। সেদিন তিনি তাঁর তিন বছর বয়সী ছেলেকে কারও কাছে রেখে কাজে যেতে পারছিলেন না। ডে কেয়ারের একটি সমস্যার কারণে সেখানে সন্তানকে রাখতে পারছিলেন না। শেষ পর্যন্ত তাঁর ১৬ বছর বয়সী মেয়ে স্কুল থেকে ফেরার পর তিনি নির্দিষ্ট সময়ের পরে কাজে যোগ দেন।
- ট্যাগ:
- জটিল
- বকশিস
- রেস্তোরাঁকর্মী