![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F010d6688-8764-4437-8f51-3c12a5861205%252FSri_Lanka.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
শ্রীলঙ্কার অর্থনীতি যেভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল
ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করছে শ্রীলঙ্কা। ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পর থেকে এমন সংকটে আগে পড়েনি দ্বীপরাষ্ট্রটি। কয়েক মাসের টানা লোডশেডিং ও ভয়াবহ খাদ্যসংকট, জ্বালানি ও ওষুধের সংকট সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করেছে। ফল, দেশটিতে সরকার পতনের আন্দোলন চলতি সপ্তাহে শেষ পর্যন্ত সহিংস রূপ নেয়।
বার্তা সংস্থা এএফপি দক্ষিণ এশিয়ার দ্বীপদেশটির অর্থনৈতিক সংকটের মূলে গিয়ে বিশ্লেষণ করেছে।