![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F05%2F12%2Fsouth-ctg-news_12_05_2022.jpg%3Fitok%3Dim-OIUxU)
হেলপারকে হত্যা করে সাতকানিয়ায় মিনি ট্রাক ছিনতাই
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে ছিনতাই হওয়া মিনি ট্রাকের হেলপারের মরদেহ সাতকানিয়া থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, আজ বিকেলে সাতকানিয়া-বাঁশখালী সড়কের সাতকানিয়া রাস্তার মাথার এক কিলোমিটার পশ্চিমে হাদুর ব্রিজের নিচ থেকে পলিথিন দিয়ে চোখ মুখ বাঁধা অবস্থায় হেলপারের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ছিনতাই
- হত্যা
- বাস চালক
- বাস চালক নিহত