![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F05%2F12%2Fcid_bike.jpg%3Fitok%3DOcSryMDr)
অতিরিক্ত ভাড়া না দেওয়ায় যাত্রীকে হত্যা, চালক গ্রেপ্তার
মুন্সীগঞ্জে ঈদ উপলক্ষে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া না দেওয়ায় যাত্রী আলী হোসেন দেওয়ানকে পিটিয়ে হত্যা করা হয়। গ্রেপ্তারের পর এ কথা স্বীকার করেছেন ইজিবাইক চালক জাকির হোসেন। মুন্সীগঞ্জের সিরাজদিখানে এই হত্যাকাণ্ডের পর ছায়াতদন্তে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরই ধরাবাহিকতায় গতকাল বুধবার রাতে কুমিল্লা দাউদকান্দি এলাকা থেকে ইজিবাইক চালক জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার রাজধানীর মালিবাগ সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।