‘রাশিয়া সামরিক ব্যবস্থা নিতে বাধ্য হবে’, ফিনল্যান্ডকে হুশিয়ারি

যুগান্তর প্রকাশিত: ১২ মে ২০২২, ১৯:০২

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে বৃহস্পতিবার নিজেদের সম্মতির কথা জানিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট। 


এরপরই সতর্কতামূলক একটি বিবৃতি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বিবৃতিতে বলেছে, রাশিয়ার নিরাপত্তার ওপর আসা হুমকি ঠেকাতে রাশিয়া প্রতিশোধমূলক ব্যবস্থা; সামরিক এবং প্রযুক্তিগতসহ অন্যান্য ব্যবস্থা নিতে বাধ্য হবে।


রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও বলেছে, এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য এর দায় ও পরিণতি সম্পর্কে ফিনল্যান্ডের অবশ্যই অবগত হতে হবে। 


এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা করেছিলেন কারণ ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল। 


তার ভয় ছিল ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে রাশিয়ার নিরাপত্তা হুমকির মুখে পড়বে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও