কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উত্তর কোরিয়ায় ‘প্রথম’ করোনা শনাক্ত, কঠোর লকডাউনের ঘোষণা

ডেইলি বাংলাদেশ উত্তর কোরিয়া প্রকাশিত: ১২ মে ২০২২, ১৫:৩২

বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর এই প্রথম ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর জানাল উত্তর কোরিয়া। তারপরই দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। এতদিন ধরে উত্তর কোরিয়া দাবি করেছিল, তাদের কেউ করোনায় আক্রান্ত হননি। বিশেষজ্ঞরা এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছিলেন। কিন্তু এবার দেশটির সরকার স্বীকার করল, রাজধানী পিয়ংইয়ংয়ে একজন ওমিক্রনে আক্রান্ত।


বৃহস্পতিবার (১২ মে) এ কথা স্বীকার করার পাশাপাশি বিষয়টিকে ‘গুরুতর জাতীয় জরুরি অবস্থা’ আখ্যায়িত করা হয়েছে। এদিকে করোরায় শনাক্তের কথা প্রকাশ্যে স্বীকার করায় দেশটিতে সম্ভাব্য বড় ধরনের সংকটের বিষয়টিই নজরে এল। উত্তর কোরিয়া বিদেশি সাহায্য নিয়ে টিকাদান কর্মসূচি চালাতে রাজি হয়নি। দেশটি সীমান্ত বন্ধ করে রেখেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, মার্চ নাগাদ উত্তর কোরিয়ায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। দেশটির কোনো নাগরিককে টিকা দেওয়ার বিষয়েও কোনো দাপ্তরিক তথ্য নেই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও