![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2022/Feb/03/1643893474091.jpg&path=/uploads/news/2022/May/12/1652347431615.jpg&width=600&height=315&top=271)
লিবিয়া থেকে ফিরলেন ১৬২ বাংলাদেশি
লিবিয়ার বিভিন্ন কারাগারে বন্দী থাকা ১৬২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) বেলা ১১টার দিকে একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এবং জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) সূত্রে এ তথ্য জানা গেছে।
আইওম সূত্র জানায়, এই ১৬২ জন বাংলাদেশি লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে বন্দী ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ সূত্র জানায়, ত্রিপলির বাংলাদেশ দূতাবাস ও আইওএম এর যৌথ প্রচেষ্টায় তাদেরকে দেশে ফেরত আনা হয়েছে। বর্তমানে তারা বিমানবন্দরেই আছেন। বিভিন্ন তথ্য সংগ্রহের পর আজই তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে।