মাথাপিছু আয় কার?

ডেইলি স্টার সম্পাদকীয় প্রকাশিত: ১২ মে ২০২২, ১৪:০৯

সত্যি হলেই ভালো—গত মঙ্গলবার সরকারের ২০২১-২০২২ অর্থবছরের তথ্য প্রকাশের পর অনেক মানুষ এভাবেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে।


অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে এই অস্বাভাবিকভাবে উচ্চ মাথাপিছু আয় সম্পর্কে বলেছেন, এই সংখ্যাটি কোনোভাবেই তাদের প্রকৃত আয় অথবা সাধারণ নাগরিকদের আয় কমে যাওয়ার ফলে উচ্চ জীবনযাত্রার ব্যয় মেটাতে যে হিমশিম খাচ্ছেন সেটাকে প্রতিফলিত করছে না।


স্পষ্টতই, তারা নিজেদের সরকারের এই আশাব্যঞ্জক গল্পের বাইরের মানুষ বলে মনে করছেন। এ কারণে অনেক জানতে চেয়েছেন, তাদের না হলে এই মাথাপিছু আয় আসলে কাদের?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও