যুদ্ধ শুরুর পর প্রথমবার মাঠে নামল ইউক্রেন
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১২ মে ২০২২, ১১:০২
গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তখন থেকেই ইউরোপের এই দেশটির জনজীবন স্থবির হয়ে পড়েছে। ক্রীড়াজগতেও এই বিভীষিকাময় পরিস্থিতির প্রভাব পড়েছে। ইউক্রেনের ফুটবল লিগ বাতিল হয়ে গেছে। দেশটির জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে মাঠে ফিরেছে ইউক্রেনের জাতীয় ফুটবল দল।
আগামী ১ জুন স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে ইউক্রেন। সেই ম্যাচ জিতলেই আসন্ন কাতার বিশ্বকাপে জায়গা পেয়ে যাবে দলটি।