হঠাৎ পেঁয়াজের মূল্যবৃদ্ধি

যুগান্তর সম্পাদকীয় প্রকাশিত: ১২ মে ২০২২, ১০:০৪

ভোজ্যতেল সংকটের পাশাপাশি এবার শুরু হয়েছে পেঁয়াজের সংকট। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। জানা যায়, আমদানির অনুমোদনের মেয়াদ শেষ হওয়ায় ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ রয়েছে।



আর এটাকে সুযোগ হিসাবে ব্যবহার করে রাজধানীর খুচরা বাজারে দুদিনে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে কেজিতে ২০ টাকা, অর্থাৎ মনে ৮০০ টাকা। মঙ্গলবার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়, যা দুদিন আগে বিক্রি হয়েছিল ৩০ টাকায়।


সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ২০ দশমিক ৬৯ এবং আমদানি করা পেঁয়াজ ১৬ দশমিক ৬৭ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও