জব্দ করা ভোজ্যতেল কোথায় যায়?
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সয়াবিন তেলসহ পামতেলের দাম বাড়িয়েছে সরকার। বোতলজাত সয়াবিন তেল লিটারে ৩৮ টাকা আর খোলা সয়াবিন তেল লিটারে ৪৪ টাকা দাম বাড়ানোর পরও ব্যবসায়ীরা বাজারে ঠিকমতো তেল সরবরাহ করেনি। ফলে সারা দেশে ভোজ্যতেলের সংকট তীব্রতর হয়।
এমন পরিস্থিতিতে গত সোমবার (৯ মে) ভোজ্যতেলের বাজার ব্যবস্থাপনা বিষয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছিলেন বাজারে অভিযান চলবে। কারা এ কাজটি করছে তাদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। বাণিজ্যমন্ত্রীর সেই সিদ্ধান্ত মোতাবেক বাজারে মজুতকৃত ভোজ্যতেল উদ্ধারে অভিযান পরিচালিত হচ্ছে। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লিটার তেল উদ্ধার করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, জব্দ করা এসব ভোজ্যতেল কোথায় যায়?
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৩ মাস আগে