![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F720x0x1%2Fuploads%2Fmedia%2F2022%2F05%2F11%2Fhp020_0002_top-view-breakfast-bowl-table-70184eb020737de872739a82f7f5f780.jpg)
ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করবে টক দই
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১১ মে ২০২২, ২২:১৪
রূপচর্চায় খুব বেশি সময় দেওয়া হয় না কর্মব্যস্ততার কারণে? হাতের কাছে থাকা টক দই ব্যবহারেই পেতে পারেন সুন্দর ও মসৃণ ত্বক। এটি যেমন ব্রণ দূর করতে কার্যকর, তেমনি ত্বকের উজ্জলতা বাড়াতেও সক্ষম। জেনে নিন টক দইয়ের কিছু ফেস প্যাক সম্পর্কে।
চোখের নিচে কালচে ছোপ পড়েছে? টক দইয়ে তুলা ভিজিয়ে চোখের নিচে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড দূর করবে কালো দাগ।