You have reached your daily news limit

Please log in to continue


মেয়র পদে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন সংসদ সদস্য আঞ্জুম

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন আঞ্জুম সুলতানা। তিনি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য। আজ বুধবার বেলা একটার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।

আঞ্জুম সুলতানা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। ২০১৭ সালের ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পরাজিত হন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা আফজল খানের মেয়ে।

দলীয় সূত্রে জানা গেছে, আঞ্জুম সুলতানার মনোনয়ন ফরম জমাদানের ফলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে হঠাৎ করেই নানা সমীকরণ দাঁড়াল। দলীয় মনোনয়ন পেলে তিনি সংরক্ষিত সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন