You have reached your daily news limit

Please log in to continue


১৩ হাজার লিটার মজুত তেল উদ্ধার, আগের দামে বিক্রি

গাজীপুর ও ঢাকা জেলার বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতে রাখা ১২ হাজার ৮২২ লিটার ভোজ্যতেল উদ্ধার করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলার কর্মকর্তারা।

বুধবার (১১ মে) এই অভিযান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং মো. শরিফুল ইসলাম।


অভিযানে থাকা কর্মকর্তারা জানান, গাজীপুর জেলার টঙ্গী এলাকায় অভিযানকালে টঙ্গী বাজারের মেসার্স তাহের অ্যান্ড সন্স থেকে পুরনো রেটের ৬ হাজার ৭৩২ লিটারের খোলা সয়াবিন ও পাম তেল এবং মেসার্স নোয়াখালী বাণিজ্য বিতান থেকে পুরনো দরের ৫ হাজার ৯১৬ লিটার খোলা সয়াবিন ও পাম তেল উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত আগ্রহী ক্রেতাদের মাঝে আগের দামে— ১ লিটার ১৬০ টাকা, ২ লিটার ৩১৮ টাকা এবং ৫ লিটার ৭৬০ টাকা এবং খোলা সয়াবিন প্রতি কেজি ১৪৩ টাকা ও পাম ১৩৩ টাকা দরে বিক্রি করা হয়। প্রতিষ্ঠান ২টিকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন