গউডি২: নতুন এআই চিপ আনছে ইনটেল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ মে ২০২২, ১৭:২১

আর্টিফিশিয়াল ইনেটলিজেন্স (এআই) কম্পিউটিংয়ে ব্যবহারের লক্ষ্য নিয়ে নতুন ‘গউডি২’ চিপ উন্মুক্ত করেছে ইনটেল। নতুন চিপটি দিয়ে এআই চিপ বাজারে শক্ত অবস্থানে থাকা এনভিডিয়ার বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করতে চায় একসময় বাজারে একচেটিয়া রাজত্ব করা উৎপাদক।


রয়টার্স জানিয়েছে, ‘হাবানা ল্যাবস’-এর দ্বিতীয় প্রজন্মের চিপ ‘গউডি২’। ইনটেল ইসরায়েলভিত্তিক এআই চিপ স্টার্টআপ ‘হাবানা ল্যাবস’ ২০১৯ সালে দুইশ কোটি ডলারের বিনিময়ে কিনে নিয়েছিল।


সাম্প্রতিক বছরগুলোতে এআই কম্পিউটিং খাতে নির্মাতাদের বিনিয়োগ লক্ষ্যণীয় হারে বেড়েছে। বিশেষ করে ডেটা সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিগুলোর মধ্যে এআই কম্পিউটিং বাড়তি গুরুত্ব পাচ্ছে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও