![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2022/05/11/image-261300.jpg)
ইটভাটার টানানো তারে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধীর মৃত্যু
মানিকগঞ্জের হরিরামপুরের পিপুলিয়া গ্রামে ইটভাটার টানানো ক্যাবলে (তার) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের মেসার্স আমিন ব্রিক্সের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুমন মোল্লা (৪০) উপজেলার পিপুলিয়া এলাকার নয়ন মোল্লার ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, সকালে পিপুলিয়া গ্রামের আমিন বিক্সের পাশে গরুর জন্য ঘাস কাটতে যায় সুমন। ইটভাটার তার অনেক নিচু ও অগোছালো থাকায় তারের সাথে তার স্পর্শ হলে ঘটনাস্থলেই সুমন মারা যান। লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।