You have reached your daily news limit

Please log in to continue


কলমটির ওজন ৩৭ কেজি

কলম ব্যবহারের পর আমরা সাধারণত পকেট কিংবা ব্যাগে রেখে দিই। সঙ্গে নিয়ে ঘুরি। কিন্তু একটি কলমের ওজন যদি হয় ৩৭ কেজির বেশি, তখন নিশ্চয়ই চোখ কপালে উঠবে। এমনই একটি বিশালাকারের কলম বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের এক ব্যক্তি। বিশ্বের সবচেয়ে বড় বলপয়েন্ট কলম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম উঠেছে সেটির।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গত সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের হায়দরাবাদের বাসিন্দা আচার্য মাকুনুরি শ্রীনিবাস বিশাল আকারের একটি বলপয়েন্ট কলম বানিয়েছেন। কলমটি ৫ দশমিক ৫ মিটার বা ১৮ ফুটের বেশি লম্বা। ওজন ৩৭ দশমিক ২৩ কেজি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে বিশ্বে এত বড় কলম বানানো হয়নি। এটাই বিশ্বের সবচেয়ে বড় বলপয়েন্ট কলম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন