You have reached your daily news limit

Please log in to continue


মাহিন্দা রাজাপাকসের উত্থান-পতন

শ্রীলঙ্কার প্রভাবশালী রাজাপাকসে পরিবারের সদস্য ৭৬ বছর বয়সী মাহিন্দা রাজাপাকসে। একসময় তার পরিচিতি ছিল তিনি সবসময়ের জন্য শ্রীলঙ্কার 'নায়ক'। কিন্তু, দ্বীপরাষ্ট্রটিতে অর্থনৈতিক সংকটের কারণে চলমান সরকারবিরোধী বিক্ষোভ সুনামির রূপ নেওয়ায় তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর শ্রীলঙ্কাকে এবারই সবচেয়ে চরম অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হচ্ছে। এর অন্যতম কারণ বৈদেশিক মুদ্রার অভাব। বৈদেশিক মুদ্রার অভাবে শ্রীলঙ্কা প্রধান প্রধান খাদ্যপণ্য ও জ্বালানি আমদানিতে প্রয়োজনীয় অর্থ দিতে পারছে না। তাই তীব্র হয়েছে খাদ্য ঘাটতি এবং দেখা দিয়েছে উচ্চ মুদ্রাস্ফীতি।

গত ৯ এপ্রিল থেকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দার পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নামেন। ক্রমবর্ধমান চাপের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া এপ্রিলের মাঝামাঝি তার বড় ভাই চামাল ও বড় ভাতিজা নামালকে মন্ত্রিসভা থেকে বাদ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন