সেলাইয়ের স্থানে হার্নিয়া প্রতিরোধের উপায়
প্রথম আলো
প্রকাশিত: ১১ মে ২০২২, ১১:২৯
শরীরের কোনো গঠনগত দুর্বল অংশ দিয়ে যদি ভেতরের কোনো অঙ্গপ্রত্যঙ্গের অংশ বেরিয়ে আসে, তাকে বলা হয় হার্নিয়া। বড় কোনো অস্ত্রোপচারের পর সেই ক্ষতস্থান বা সেলাইয়ের জায়গাটা বেশ কিছুদিন পর্যন্ত দুর্বল থাকে। যদি এই দুর্বল ফাঁক দিয়ে কোনো কিছু বেরিয়ে আসে, তাকে বলা হয় ইনসিশনাল হার্নিয়া।
অস্ত্রোপচারের ধকলের সঙ্গে যদি হার্নিয়া হয়, তাহলে তা অনেক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এর জন্য আবার অস্ত্রোপচারের দরকার হতে পারে। তবে কিছু বিষয়ে সতর্ক থাকলে এ ধরনের হার্নিয়া অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
হার্নিয়া হওয়ার পেছনে অস্ত্রোপচারজনিত কিছু কারণ থাকে হয়তো, যা এড়ানোর উপায় নেই। কিন্তু কিছু কারণ বা ঝুঁকি আছে, যা জানা থাকলে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিলে ভালো ফল আশা করা যায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হার্নিয়া
- সেলাই কাটা