![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F512d296a-a2a1-4a0f-8cae-b9c73d3a26c9%252FSrilanka.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
চীনা প্রকল্পের অব্যবস্থাপনায় ডুবলেন মাহিন্দা রাজাপক্ষে
নজিরবিহীন আর্থিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কা। সরকারবিরোধী বিক্ষোভে বিপর্যস্ত দেশটি। করোনাসহ বিভিন্ন কারণে ধুঁকছিল দেশটির অর্থনীতি। চীনের অর্থায়নের প্রকল্পগুলো সেই অর্থনৈতিক সংকটকে আরও বেগবান করেছে। দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি নিজেদের বাজেট ও বাণিজ্য ঘাটতি মেটাতে বিপুল পরিমাণ অর্থ ধার করে।
কিন্তু খারাপ বিবেচিত হওয়া অবকাঠামো প্রকল্পে বিপুল পরিমাণ অর্থের অবচয় করা হয়েছে যা সরকারি অর্থের আরও নয়ছয় হয়েছে।