কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফেসবুকের দেওয়া তথ্যে আত্মহত্যা থেকে ৩০ জনকে রক্ষা করেছে পুলিশ

প্রথম আলো সিআইডি সদর দফতর, ঢাকা প্রকাশিত: ১০ মে ২০২২, ২১:২২

তিন বছরের প্রেমের পর বিয়ে। কিন্তু সাত মাসও টেকেনি সেই সংসার। পরে হতাশায় আত্মহত্যার সিদ্ধান্ত নেন নাটোরের এক তরুণ ব্যবসায়ী। বিষের বোতল হাতে নিয়ে ফেসবুক লাইভে আসেন তিনি। বিষয়টি ফেসবুকের সিঙ্গাপুর অফিস থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। ফেসবুকের বার্তা পেয়ে ১৫ মিনিটের মধ্যে ওই তরুণের বাড়িতে গিয়ে তাঁকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে চিকিৎসার পর তরুণটি এখন সুস্থ।


শুধু নাটোরের তরুণ ব্যবসায়ী নন, রাজধানীর কাউলা এলাকায় মা-বাবার বিচ্ছেদ নিয়ে হতাশা থেকে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে। বার্তা পেয়ে ওই কিশোরের আত্মহত্যার চেষ্টা ঠেকায় সিআইডি। এভাবে ফেসবুকের দেওয়া তথ্যের ভিত্তিতে গত তিন মাসে সারা দেশের ৩০ জনের আত্মহত্যার চেষ্টা ঠেকিয়েছে পুলিশের এই বিভাগ। এই ব্যক্তিরা ছিলেন ১৫ থেকে ৩২ বছর বয়সী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও