সামরিক ঘাঁটিতে সপরিবারে আশ্রয় নিয়েছেন মাহিন্দা রাজাপাকসে: এনডিটিভি

বাংলা ট্রিবিউন শ্রীলঙ্কা প্রকাশিত: ১০ মে ২০২২, ১৫:০৯

শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তার পরিবারের সদস্যরা একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পরিবারের সদস্যদের নিয়ে রাজাপাকসে দ্বীপরাষ্ট্রটির উত্তর-পূর্ব অংশের ত্রিনকোমালি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন।


সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে থাকা শ্রীলঙ্কায় প্রাণঘাতী সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর মধ্যে পদত্যাগ করা প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের একটি হেলিকপ্টারে করে নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। রাজধানী কলম্বো থেকে প্রায় ২৭০ কিলোমিটার দূরের এই নৌঘাঁটিও বাইরে থেকে ঘিরে ফেলেছে বিক্ষোভকারীরা।


নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মুখে থাকা শ্রীলঙ্কায় পাঁচ বিক্ষোভকারী নিহত হওয়ার পর সোমবার কারফিউ জারি করা হয়। তা বাস্তবায়নে মোতায়েন করা হয়েছে হাজার হাজার সেনা ও পুলিশ সদস্য। সোমবারের এই বিক্ষোভে আরও দুইশ’ মানুষ আহত হয়। এরই জেরে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে। তবে তাতেও শান্ত হয়নি মানুষের ক্ষোভ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও