দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের মুখে সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবামাধ্যম এএনআই।
গত এপ্রিল থেকে শুরু হওয়া তীব্র অর্থনৈতিক সংকটের জেরে সম্প্রতি দেশটিতে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের ঘটনা ঘটে। এক পর্যায়ে নিজেকে ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া’ ঘোষণা করে বিভিন্ন দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা। উদ্ভূত পরিস্থিতিতে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করলেও নিজ দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বিক্ষোভকারীদের জোরালো দাবির মুখে সোমবার তার পদত্যাগের ঘোষণা আসে।