কোহলির বিশ্রাম নিয়ে দ্বিধায় সাবেকেরা
প্রথম আলো
প্রকাশিত: ০৯ মে ২০২২, ১২:১৯
বিরাট কোহলির নামের পাশে ‘শতক’, ‘রানের বান’ শব্দগুলোর একই বাক্যে মানিয়ে যাওয়ার দিনগুলো এখন যেন দূর অতীতের স্মৃতি। ভারতীয় ব্যাটসম্যানের সঙ্গে এখন ‘শতকের খরা’, ‘ফর্মহীনতা’ শব্দগুলোই বেশি যায়। এবারের আইপিএলে এসবের সঙ্গে আবার যোগ হয়েছে ‘গোল্ডেন ডাক’। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচেও ইনিংসেরই প্রথম বলে আউট হয়েছেন কোহলি, যা এবারের আইপিএলে তাঁর তৃতীয় গোল্ডেন ডাক।
সব মিলিয়ে ভুলে যাওয়ার মতো একটা আইপিএলই কাটছে কোহলির। ভারতের জার্সিতে ব্যাট হাতে শতক না পেলেও যা কিছু রান পাচ্ছিলেন, এবারের আইপিএলে তা-ও নেই। এখন পর্যন্ত ১২ ম্যাচে কোহলির ব্যাট দেখেছে মাত্র ২১২ রান, সর্বোচ্চ ইনিংস ৫৮ রানের—অর্ধশতক এই একটিই। সে ইনিংসও দলের হারের কারণ ছিল।