কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ

যুগান্তর সম্পাদকীয় প্রকাশিত: ০৯ মে ২০২২, ১০:২৯

ক্ষমতাসীন আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় অংশগ্রহণকারীরা প্রতিপক্ষ বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে আনতে উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করছেন বিষয়টি নিঃসন্দেহে প্রশংসনীয়। বস্তুত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনার লক্ষ্যেই যে দলীয় নেতারা এমন পরামর্শ রেখেছেন, তা বলার অপেক্ষা রাখে না।


অন্যদিকে গত রোববার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক সম্পর্কে বলতে গিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আওয়ামী লীগ সব দলকে নিয়ে নির্বাচন করতে চায় বলে উল্লেখ করেছেন।


মন্ত্রীর এ বক্তব্যকেও ইতিবাচক বলে মনে করি আমরা। আগামী সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ জরুরি-এ ব্যাপারে কোনো সংশয় নেই। তবে নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ও তা অর্থবহ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের পাশাপাশি ক্ষমতাসীন আওয়ামী লীগের দায়িত্বও কম নয়। বস্তুত আগামী সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব কমিয়ে আনার সুযোগ তৈরি হয়েছে। আওয়ামী লীগ এ সুযোগ কতটা সদ্ব্যবহার করতে আগ্রহী-সেটাই এখন দেখার বিষয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও