কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অন্যদৃষ্টি ছবিজুড়ে হিংসার দৃশ্য

সমকাল সুধীর সাহা প্রকাশিত: ০৯ মে ২০২২, ১০:১৮

কাশ্মীরের সংস্কৃতি ছিল মুসলমান, হিন্দু ও জৈনদের বিচিত্র জীবনযাপনের মিশ্র অবস্থান। এদের অনেকের জীবনই একদিকে রাষ্ট্রশক্তি ও হিন্দুত্ববাদ, অন্যদিকে ইসলামী উগ্রবাদের সাঁড়াশির চাপে ক্ষতবিক্ষত হয়েছে। তারই একদিকের অতিরঞ্জিত ঘটনা প্রকাশ পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস' চলচ্চিত্রে, যা পুরো ভারতে ঝড় তুলেছে। দুইশ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।


ছবিটি প্রচারের ভার যেন নিয়েছিলেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো সরকারি কর্মচারীদের ছুটি দিয়েছে ছবিটি দেখার জন্য। বিজেপি নেতারা সদলবলে ছবিটি দেখতে গিয়েছেন সিনেমা হলে। একাধিক রাজ্যে ছবিটির কর মওকুফ করে দেওয়া হয়েছে।


অন্যদিকে ছবিটি ঘিরে প্রতিহিংসামূলক, ইসলামবিদ্বেষী পোস্ট হয়েছে সামাজিক মাধ্যমে। সারাদেশের বিভিন্ন সিনেমা হলে গেরুয়া বাহিনী দর্শক আসনে বসে স্লোগান দিচ্ছে- 'বলুন, এই অত্যাচার আপনারা মানবেন?' আবেগে দর্শকরা বলছে- 'না; মানব না।' পাল্টা প্রশ্ন আসছে- 'বদলা নেবেন না?' ছবিজুড়ে হিংসার দৃশ্য দেখে হলের অনেকেই চিৎকার করছে- 'বদলা চাই'। হিন্দুত্বের এই ডুপিংটিই চালিয়ে দিতে চাচ্ছে গেরুয়া শক্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও