অব্যবহৃত ল্যাপটপ, অযোগ্য শিক্ষক এবং চতুর্থ শিল্প বিপ্লব: আইসিটি শিক্ষকের গুরুতর সংকটে বাংলাদেশ
২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে দেশের ২৩ হাজার ৩৩১টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রোজেক্টর, মডেম ও স্পিকার পেয়েছে। শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় আরও উপযোগী করে গড়ে তুলতে আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের প্রথম পর্যায়ে ৩০০ কোটি টাকা খরচ করে এসব ডিজিটাল ডিভাইস বিতরণ করে শিক্ষা মন্ত্রণালয়।
কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ২০১৮ সালে করা একটি সমীক্ষা অনুসারে এই প্রকল্পের সকরুণ অবস্থা প্রকাশ পেয়েছে। এতে দেখা গেছে, আইসিটি শিক্ষকের গুরুতর সংকটের কারণে বিতরণ করা ৯৭ শতাংশ সরঞ্জাম অলস পড়ে আছে।
মোট ৪০ হাজার স্কুল, কলেজ ও মাদ্রাসার মধ্যে ২২ হাজার প্রতিষ্ঠানেই অন্তত একজন আইসিটি শিক্ষক না থাকার কথাও এতে উঠে আসে। বাদবাকি ১৮ হাজার প্রতিষ্ঠানে মাত্র একজন করে আইসিটি শিক্ষক রয়েছেন।