Forehead Darkening: কপালে কালো দাগ-ছোপ পরেছে? ডার্মাটোলজিস্টের থেকে জেনে নিন সমাধান...
বিশেষজ্ঞদের মতে, আমাদের ত্বকে থাকে মেলানোসাইট কোষ। সেখান থেকে মেলানিন নামে রঞ্জক পদার্থ তৈরি হয়, যা আমাদের ত্বকে স্বাভাবিক রং তৈরিতে জরুরি ভূমিকা নিতে সাহায্য করে। এই কোষের বিশৃঙ্খলা তৈরি হলে ত্বকের রঙের তারতম্য হতে দেখা যায়। আর এই মেলানোসাইটের সক্রিয়তা বাড়লে মেলানিন নিঃসরণের পরিমাণ বেড়ে যায় ফলে চামড়া কালো হয়ে যায়। যদিও এটি একটি কারণ মাত্র।
আমরা অনেক সময় দেখি অনেকেরই কপাল কালো দাগ-ছোপ পড়ে যায়। তবে, এই সমস্যাটি সাধারণ বলে অনেকেই মনে করতে পারেন। কেন এমনটা হয়, সে সম্পর্কে আমরা খুব কমই জানি। এর পর যখন সমস্যা বাড়তে থাকে তখন ভুল চিকিৎসার কারণে বাড়তি খরচও পড়ে যায়। এর ফলে সমস্যা সমাধান করতে লেগে যায় বেশ কিছুটা সময়। আপনারও যদি এই সমস্যা থাকে, তাহলে চর্মরোগ বিশেষজ্ঞ জয়শ্রী শারদের এই টিপসগুলি কাজে লাগতে পারে। সম্প্রতি এই চিকিৎসক তাঁর ইনস্টাগ্রামে এই বিষয়ে তথ্য শেয়ার করেছেন এবং এই সমস্যার পিছনে মূল কারণ সম্পর্কেও জানিয়েছেন।