আগামী বাজেটে বাড়বে সরকারের ব্যাংকনির্ভরতা

কালের কণ্ঠ প্রকাশিত: ০৯ মে ২০২২, ০৯:৩১

আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সরকারের ব্যাংকঋণনির্ভরতা বাড়বে। ঘাটতি বাজেট পূরণে ব্যাংক থেকে এক লাখ কোটি টাকারও বেশি ঋণ নিতে হবে সরকারকে। এটি চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ১৮.৬০ শতাংশ বেশি। মূলত বাড়তি ভর্তুকি ব্যয়ের চাপ, সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও সুদ পরিশোধ করতে সরকারকে ব্যাংক খাতের দিকে বেশি ঝুঁকতে হবে।


সূত্র মতে, আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছয় লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। এটি মোট জিডিপির ১৫.৪ শতাংশ। আর মোট বাজেট বা ব্যয়ের বিপরীতে আয়ের প্রস্তাব করা হয়েছে চার লাখ ৩৩ হাজার কোটি টাকা। আয়-ব্যয়ের মাঝখানে বড় যে ‘গ্যাপ’ সেটাই ঘাটতি। নতুন বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে দুই লাখ ৪৪ হাজার ৮৬৪ কোটি টাকা। এটি জিডিপির ৫.৫৫ শতাংশ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও