![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-05%252F8df32b6e-7adf-481e-8d2f-77dd6f2e8579%252FUntitled_11.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
ভোজ্যতেলের বাজার তেলের সঙ্গে চা কেনার শর্ত
প্রথম আলো
প্রকাশিত: ০৯ মে ২০২২, ০৮:৫১
ঢাকা ও চট্টগ্রামের বাজারে সয়াবিন তেলের বোতলের সঙ্গে ক্রেতাদের অন্যান্য পণ্য কেনার শর্ত দিচ্ছেন খুচরা বিক্রেতারা। তাঁরা বলছেন, কোম্পানির পরিবেশকেরাই তাঁদের এসব পণ্য কিনতে বাধ্য করছেন। তাই তাঁরাও ক্রেতাদের তেলের সঙ্গে ওই সব পণ্য কেনার শর্ত আরোপ করছেন।
এই ঘটনা ঘটছে বাজারে ভোজ্যতেলের সরবরাহে ঘাটতির কারণে। অবশ্য বড় বাজারে গতকাল রোববার নতুন দামে তেল সরবরাহ শুরু করেছে কোম্পানিগুলো। ঘাটতি রয়ে গেছে ছোট বাজার ও অলিগলির মুদিদোকানে।