কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাবিতে যৌন হয়রানির অভিযোগ: প্রতিকারের পাশাপাশি প্রতিরোধও কাম্য

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ০৮ মে ২০২২, ১৯:০০

মাত্র এক মাসেরও কম সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে তিন-তিনটি যৌন হয়রানির অভিযোগ ওঠা সত্যিই উদ্বেগজনক। আরও উদ্বেগের বিষয় হলো, এমন ন্যক্কারজনক সবক'টি ঘটনায় অভিযুক্ত হলেন শিক্ষক; শিক্ষার্থীদের কাছে মা-বাবার পরেই যাদের স্থান। শনিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুসারে, বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ওই বিভাগেরই শিক্ষার্থীর করা প্রথম অভিযোগটি বাংলা বিভাগের চেয়ারম্যানের কাছে জমা পড়ে গত মার্চে।


দ্বিতীয় অভিযোগটি আসে একই মাসে ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের এক শিক্ষার্থীর কাছ থেকে ওই বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে। তৃতীয় ঘটনাটি ঘটে এবারের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতিকালে চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগে।


ওই অনুষদের ডিনের কাছে ভুক্তভোগীর দেওয়া অভিযোগ অনুসারে, ওই দিন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রীকে উত্ত্যক্ত করেছেন ওই বিভাগের এক শিক্ষক। উল্লেখ্য, এমআইএস বিভাগের শিক্ষার্থীর অভিযোগ, ওই শিক্ষক ২০১৮ সালে তাকে যৌন হয়রানি করেন; এর পরিপ্রেক্ষিতে তিনি ২০১৯ সালের মে মাসে ওই শিক্ষকের বিরুদ্ধে বাণিজ্য অনুষদের তৎকালীন ডিন বরাবর লিখিত অভিযোগ করেন। এরই জের হিসেবে বিভাগীয় শিক্ষক নিয়োগের সময় ওই শিক্ষক তার বিরুদ্ধে 'বৈষম্যমূলক' আচরণ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও