You have reached your daily news limit

Please log in to continue


আমরা কি সত্যিই জিম্মি হয়ে গেলাম?

প্রশ্নটি উঠেছে একজনের মনে, আরেকজনের কথায়। যাঁর কথায় উঠেছে, তিনি এ দেশের একজন সাধারণ নাগরিক। আপাতত ‘সুশীল’ মনে ‘কুশীল’ এই প্রশ্ন জাগ্রত হলেও যিনি ‘উসকানি’ দিয়েছেন, তিনি অবশ্য এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। এমন সিদ্ধান্ত বা প্রশ্ন কেন মনে জাগছে, তার কারণ অনুসন্ধান করা যাক এবার।

ঘটনার পূর্বাপর একটু জেনে নেওয়া যাক। ঈদের আগে থেকেই বাজার থেকে সয়াবিন তেল নামক বস্তুটি উধাও হয়ে যায়। তেল কেনার দরকার ছিল বলে এই অধমেরও তেল নিয়ে বাজারের তেলেসমাতি দেখার দুর্ভাগ্য হয়েছিল। আশপাশের কোনো দোকানে পাওয়া যায়নি তেলের ডিব্বা। এক দোকানি তো বলে দিলেন, ‘তেল নাই, ঈদের আগে অনেকরে ২০০-৩০০ টাকা দিয়াও এক লিটার তেল কিনা লাগতেসে। অবস্থা খারাপ ভাই। আর বাঙালিরও সমস্যা, আগে কিনতে পারল না?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন