আগে সরকারের বিদায়, তার পর নির্বাচন: রেদোয়ান
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে তাদের অস্তিত্বই থাকবে না। তাই আওয়ামী লীগ কখনই সুষ্ঠু নির্বাচন করবে না। আমরা এ সরকারের বিরুদ্ধে বৃহৎ ঐক্য গড়ে তুলে তাদের পতন ঘটাব। আমাদের আন্দোলন সরকারের পতনের আগে থামবে না। আগে এই সরকারকে বিদায়, তার পর নির্বাচন। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে ২০-দলীয় জোট তথা এলডিপি অংশ নেবে না।
শনিবার সন্ধ্যায় কুমিল্লার চান্দিনায় ঈদপরবর্তী শুভেচ্ছাবিনিময়কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ গত চার দিন চান্দিনা উপজেলার পৌরসভা, গল্লাই, মাধাইয়া, মহিচাইল, দোল্লাইসহ বেশ কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করেন।