![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2022/May/1651995673_drone1.jpg)
Drone Food Delivery: এ বার কি ড্রোনে করেই পৌঁছে যাবে খাবার? নয়া বন্দোবস্ত ফুড ডেলিভারি সংস্থার
খাবার ও মুদিখানার দ্রব্য আরও সহজে গ্রাহকের কাছে পৌঁছে দিতে এ বার ড্রোন ব্যবহার করতে চলেছে একটি জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা।
আপাতত চারটি ড্রোন নির্মাতা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে দিল্লি, বেঙ্গালুরুর মতো একাধিক শহরে সংস্থাটি এই পরিষেবা চালু করছে বলে খবর।