ইউক্রেনের স্কুলে বোমা ফেলল রুশ বাহিনী, নিহত ২
ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের একটি স্কুলে শক্তিশালী বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অনেকে। স্কুলটিকে একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল, যেখানে ৯০ জন মানুষ লুকিয়ে ছিল। লুহানস্কের সামরিক প্রশাসকের টেলিগ্রাম পোস্টের বরাত দিয়ে এসব জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এবং ইউক্রেনের গণমাধ্যম প্রাভদা ও কিয়েভ ইনডিপেনডেন্ট।
লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্হি হাইদাই সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, রুশ বাহিনীর গোলার আঘাত থেকে বাঁচতে প্রাণভয়ে লুহানস্কের বিলোহোরিভকা গ্রামের অন্তত ৯০ জন ওই গ্রামের একটি স্কুল ভবনে আশ্রয় নিয়েছিল। সেখানে গতকাল শনিবার রুশ বাহিনী বোমা ফেলেছে। এর আগের দিন রুশ সেনারা গ্রামটির একটি ক্লাবঘরে হামলা চালিয়েছিল।