You have reached your daily news limit

Please log in to continue


ডেলিভারির পর শারীরিক সমস্যা নিয়ে চিন্তায়? সমাধানের উপায় দিচ্ছেন বিশিষ্ট গাইনিকোলজিস্ট

মাতৃত্ব এক বিশেষ অনুভূতি। তাই সারা পৃথিবীতে পালিত হয় বিশ্ব মাতৃত্ব দিবস (Mother's Day 2022)। এই সময়টি প্রতিটি মায়ের কাছে এক নতুন স্বাদ এনে দেয়। একটি পরিবার তথা মায়ের কাছে আসে এক অভিনব চ্যালেঞ্জ। এই সময়টি মোটামুটি আনন্দ করে, হাসিখুসি থেকেই মানুষ কাটিয়ে দিয়ে যান। তবে অনেক সময় দেখা যায় যে ডেলিভারির পর শরীরে কয়েকটি সমস্যা দেখা দিয়ে থাকে। এই সমস্যাগুলি নিয়ে মা ও তাঁর পরিবারকে একটু সচেতন হতে হবে।

আসলে প্রেগন্যান্সির (Pregnancy) মধ্যে দিয়ে যাওয়া সহজ কোনও বিষয় নয়। বহু পরিবর্তনের মধ্যে মানুষ এই সময়টায় গিয়ে থাকেন। ডেলিভারির সময়টাও ঠিক তেমনই। নর্মাল হোক বা সিজার, ডেলিভারির (After Delivery) পরও জীবনে আসে কিছু পরিবর্তন। এই সময়টাতেও মানুষকে কিছুটা সতর্ক থাকতে হয়। তবেই জীবন ঠিক মতো বাঁচা হয়ে যায় সম্ভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন