এইজ অব এম্পায়ারসে ভারতবর্ষ

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ মে ২০২২, ০৭:৩৭

রিয়াল টাইম স্ট্র্যাটেজিক গেমের এ যাবৎকালের সেরা গেমগুলোর একটা হলো মাইক্রোসফটের এইজ অব এম্পায়ারস সিরিজ। ১৯৯৯ সালে গেমিং জগতের অন্যতম গেম ‘এইজ অব এম্পায়ারস ২’ প্রকাশিত হয়। এই গেমের মাধ্যমে বেশ দারুণভাবে মধ্যযুগীয় সাম্রাজ্যগুলোর যুদ্ধ করা যায়। শুধু যে ইতিহাস দিয়েই গেমারের মন জয় করা যায় তা কিন্তু নয়, এইজ অব এম্পায়ার ২-এর গেমপ্লে এতটাই সাড়া জাগানো এবং মৌলিক, যে কারণে ২০ বছরের ওপরে টিকে রয়েছে এই সিরিজ।


গেমটির ২০ বছর পূর্তি উপলক্ষে ২০১৯ সালের রিমাস্টারড করা সংস্করণ মুক্তি পায় ‘এইজ অব এম্পায়ারস ২ : ডেফিনিটিফ এডিশান’ নামে। নতুন আপডেটের পর থেকে মধ্যযুগীয় বাংলার ‘পাল’ সাম্রাজ্য নিয়েও খেলা যাবে এখন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও