দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মারার ‘হুকুম’ এমপির

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৭ মে ২০২২, ১৫:২০

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম নিজ দলের নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি হুকুম দিয়ে দিচ্ছি, দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেললে কিছুই হবে না। আপনার যদি পারেন গণপিটুনি দিয়ে মেরে ফেলেন, আমি হুকুম দিয়ে দিছি।’ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ৫৩ সেকেন্ডের এমন একটি ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। এমপির এমন আক্রমণাত্মক নির্দেশকে আইনশৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছেন স্থানীয় লোকজন।


গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁর নির্বাচনী এলাকা সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ উচ্চবিদ্যালয়ের মাঠে এসব কথা বলেন এমপি। এর আগে বিকেল সাড়ে ৫টায় ওই মাঠে দেওটি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এইচ এম ইব্রাহিম।


এমপি ইব্রাহিম বলেন, ‘দুষ্কৃতকারীদের যেখানেই পাবেন গণপিটুনি দিয়ে জায়গায় মেরে ফেলবেন। আমি হুকুম দিয়ে দিচ্ছি, এসব দুষ্কৃতকারীদের গণপিটুনি দিয়ে মেরে ফেললে কিছুই হবে না। যদি কেউ মামলা করে, আমি মামলার ১ নম্বর আসামি হব। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? যদি পুলিশ না পারে, আমি আপনাদেরও বলে গেলাম যে আপনারা এ সমস্ত দুষ্কৃতকারীকে যারা সমাজের মানুষের ঘুম হারাম করে দিচ্ছে, যারা সমাজের মানুষকে অত্যাচার করছে, আপনারা তাদের পিটিয়ে মেরে ফেলবেন, তাতে কিছুই হবে না। সেই ঘটনায় যদি আসামি হতে হয়, আমি আসামি হব সেই ঘোষণা দিয়ে গেলাম।’


সভায় উপস্থিত থাকা আওয়ামী লীগের স্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রয়াত আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনকে বেঁচে থাকা অবস্থায় মোবাইলেসহ বিভিন্নভাবে হুমকি দিত এক যুবক। তাঁর মৃত্যুর পর এখন তার পরিবারের সদস্যদেরও হুমকি দিচ্ছে সেই যুবক। এসব বিষয়ে একাধিকবার পুলিশকে অবগত করা হলেও তাঁকে গ্রেপ্তার করেনি পুলিশ। সভাস্থলে এমপি উপস্থিত হওয়ার পর বিষয়টি তাঁকে অবগত করে স্থানীয় লোকজন। পরে এমপি বিষয়টি ওসিকে অবগত করেন এবং স্থানীয়দের এসব অভিযোগ ও পুলিশের দায়িত্বে অবহেলার সূত্র ধরে দুষ্কৃতকারীদের গণপিটুনি দেওয়ার কথা বলেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও