‘মাল্টিভার্সে’ ‘ডক্টর স্ট্রেঞ্জ’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ মে ২০২২, ১৪:০০

বিশ্বাস করা কঠিন যে দর্শকদের জন্য ‘ডক্টর স্ট্রেঞ্জ’র সিক্যুয়েল এল ছয় বছর পর। কিন্তু ব্যাপারটি ঘটেছে এবং ‘মাল্টিভার্সে’ প্রবেশ করেছে ‘ডক্টর স্ট্রেঞ্জ’।


সিএনএন বলেছে, ৬ মে মুক্তি পাওয়া মার্ভেলের সুপার হিরো সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ মার্ভেল সিরিজের একই সঙ্গে ভালো ও উন্মাদনাপূর্ণ সিনেমা হতে পারে।


‘ডক্টর স্ট্রেঞ্জ’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। এরই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’, যার মধ্য দিয়ে বহু মাহাবৈশ্বিক জগতে ঢুকলেন ড. স্ট্রেঞ্জ।


ছয় বছর দেরির কারণ এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র স্টিফেন স্ট্রেঞ্জের ভূমিকায় বেনডিক্ট ক্যাম্বারব্যাচের ব্যস্ততা। গত কয়েক বছরে একাধিক সিনেমায় জাদুকরের ভূমিকায় অভিনয় তিনি। সেই ‘অ্যাডভেঞ্চারস’ থেকে ‘থর’ পর্যন্ত, সম্প্রতি মুক্তি পাওয়া ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ এও।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও