You have reached your daily news limit

Please log in to continue


শিগগির আসছে কেটিএমের নতুন বাইক

শিগগির বাইকপ্রেমীদের জন্য কেটিএমের নতুন বাইক আসছে বাজারে। কেটিএম ভক্তদের যেন অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। কেটিএম আরসি-১২৫ ও কেটিএম আরসি-২০০ মডেলের পর কেটিএম আরসি-৩৯০ আনার ঘোষণা এসেছিল বহুদিন আগেই।

কেটিএমের নতুন প্রজন্মের মডেলটি আসবো আসবো করেও অনুরাগীদের অপেক্ষার পাল্লা ভারী করছে। তবে মোটরবাইকটির লঞ্চের ঘোষণা না এলেও ফাঁস হলো দাম। সেই সঙ্গে এক ঝলক দেখা দিয়েছে নতুন বাইকের রূপ।

নতুন প্রজন্মের কেটিএম আরসি-৩৯০ আসবে নতুন ফিচার ও ভিন্ন ডিজাইনের সঙ্গে। বাইকের সামনের অংশের সৌন্দর্য আরও বাড়াতে থাকবে একটি সিঙ্গেল এলইডি এবং একটি বৃহৎ উইন্ডস্ক্রিন। তবে মডেলটিতে আছে ডুয়েল প্রজেক্টর ল্যাম্প। তাই নতুন ও পুরোনো মডেল দু’টির মধ্যে যে খুব সহজেই পার্থক্য বোঝা যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

১৩.৭ লিটারের বড় ফুয়েল ট্যাঙ্ক এবং একটি ছোট পিলিয়ন সিটের দেখা মিলবে এতে। বেসিক-লুকিং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ৩৯০ অ্যাডভেঞ্চারের মতো দেখতে কালার টিএফটি ডিসপ্লে। যা ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন