![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Ftechnology%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsmartphone-20220507121823.jpg)
চার্জার ছাড়া স্মার্টফোন চার্জ করার ৫ উপায়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ মে ২০২২, ১২:১৮
সারাদিনের নানা ব্যস্ততায় স্মার্টফোন চার্জ দিতে প্রায়ই ভুলে যান। এরপর তাড়াহুড়া করে বাইরে চলে গেলেন। এদিকে ফোনে চার্জও শেষ। না কারো সঙ্গে কথা বলতে পারবেন, না ছবি তুলতে পারবেন। এমন পরিস্থিতিতে পড়েননি এমন মানুষ কমই আছেন।
তবে কিছু উপায়ে সঙ্গে চার্জার না থাকলেও ফোন চার্জ দিতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক চার্জার ছাড়াই স্মার্টফোন চার্জ দেওয়ার ৫ উপায়-
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন
- স্মার্টফোন চার্জ