বঙ্গোপসাগরে লঘুচাপ, আজও বৃষ্টি হতে পারে
রাজধানীতে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত রোদের উত্তাপের পর বিকেলের দিকে হালকা বৃষ্টি ঝরেছে। আর দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ছিল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীসহ উত্তর ও মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজ শনিবারও হতে পারে। সেই সঙ্গে আকাশে বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে বঙ্গোপসাগরে দক্ষিণ আন্দামানের কাছে একটি লঘুচাপ তৈরি হয়েছে। সাগরের উত্তাপ বেড়ে যাওয়ায় লঘুচাপটি আজ রাতের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে তা শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনো নিশ্চিত করেনি আবহাওয়া অধিদপ্তর।