ভারতে কোভিডে মৃত্যুর প্রকৃত সংখ্যা আদৌ কি জানা সম্ভব?

বিডি নিউজ ২৪ ভারত প্রকাশিত: ০৬ মে ২০২২, ২৩:২৫

করোনাভাইরাস মহামারীতে ভারতে সরকারি হিসাবের প্রায় দশ গুণ বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে যে ধারণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিবেদনে দেওয়া হয়েছে, তা ত্রুটিপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে দিল্লি।


সরকারি হিসেবে গত দুই বছরে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার মানুষের। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভারতে মৃত্যুর প্রকৃত সংখ্যা হতে পারে ৪৭ লাখ।


ভারতের বাস্তবতায়, যেখানে অনেক আক্রান্ত ও মৃত্যুর ঘটনা পরীক্ষাতেই আসেনি, সেখানে মহামারীতে মৃত্যুর প্রকৃত সংখ্যা জানা আদৌ সম্ভব? এর উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।


বিবিসি লিখেছে, মৃত্যুর সব ধরনের কারণ নিয়ে হালনাগাদ তথ্যভাণ্ডার- মরটালিটি ডেটাসেট-এর গবেষকেরা ২০২০ সালের নভেম্বরে ভারত সরকারকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও