সড়ক দুর্ঘটনায় আহতদের ভিড় হাসপাতালে

বিডি নিউজ ২৪ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) প্রকাশিত: ০৬ মে ২০২২, ১৭:২৭

ঈদের ছুটির মধ্যে হাসপাতালে বেড়েছে দুর্ঘটনার রোগী; কেবল অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রেই (পঙ্গু হাসপাতাল) তিন দিনে সাড়ে তিনশর বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।




স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে এখনও ঢাকা ফিরছেন অনেকে। বুধবার দেশের সাত জেলায় ১৭ জন আর বৃহস্পতিবার দশ জেলায় অন্তত ১৪ জনের প্রাণ গেছে সড়কে। এসব দুর্ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। 


শুক্রবারও ঢাকার পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগীদের ভিড় দেখা গেছে। তাদের অনেকে ঢাকার বাইরে থেকেও এসেছেন।


হাসপাতালের পরিচালক আবদুল গণি মোল্লা জরুরি বিভাগে আসা রোগীর তথ্য জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের আগের দিন সোমবার এসেছিলেন ৭৫ জন, আর মঙ্গলবার ঈদের দিন ১৪০ জন। ঈদের পরের দিন ১৪৫ জন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।  


এসময় বহির্বিভাগও খোলা ছিল; সেখানেও ৪০-৫০ জন করে রোগী এসেছেন।


পরিচালক জানান, তার হাসপাতালে এবার বাইক দুর্ঘটনার রোগী কম এসেছে, বেশি এসেছে অন্য হাসপাতাল থেকে পাঠানো রোগী।


ভাঙ্গা, ফরিদপুর এবং রংপুরের হাসপাতাল থেকে পাঠিয়ে দেওয়া রোগীরা ঈদের আগে আসতে পারেননি, তারা এখন আসছেন বলে জানান এই চিকিৎসক।


এই রোগীদের কেউ বাইক দুর্ঘটনার শিকার, কেউ গাড়ি দুর্ঘটনায় বা অন্য কোনো কারণে আহত হয়েছেন। কোনো কোনো রোগীর হাত-পা কেটে ফেলার মত অবস্থাও রয়েছে বলে জানান পরিচালক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও