তেল-গ্যাসের জন্য রাশিয়ার ওপর বিশ্ব কতটা নির্ভরশীল
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চলতি বছরের শেষ নাগাদ রাশিয়ার তেল ক্রয় পুরোপুরি নিষিদ্ধ করার পরিকল্পনা করছে।
কিন্তু রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের মধ্যে এখনো কোনো ঐকমত্য হয়নি।
তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞা
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ঘোষণা দিয়েছেন, ইইউর সদস্যদেশগুলো যাতে ২০২২ সালের পর রাশিয়ার তেল না কেনে, সে জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তবে ইইউ সদস্য হাঙ্গেরি ও স্লোভাকিয়া ২০২৩ সালের শেষ নাগাদ রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয় চালিয়ে যেতে সক্ষম হবে।