পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আসামে, জেসিসি দিল্লিতে
গত ২৮ এপ্রিল ঢাকায় ঘুরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এর ঠিক এক মাস পর চলতি মে মাসের ২৮-২৯ তারিখে ভারতের আসামে নদী কনফারেন্সে যোগ দেবেন তিনি। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও আমন্ত্রিত। আসামে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের কথা রয়েছে। এরপর দিল্লিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আনুষ্ঠানিক জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠক নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের আগে জেসিসি বৈঠক হবে। তবে জেসিসি বৈঠকের আগে আরও কয়েকটি বৈঠকের কথা রয়েছে।