চট্টগ্রাম চিড়িয়াখানায় ৬০০ প্রাণীর দেখভালে ১৪ কর্মী

বিডি নিউজ ২৪ চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ০৬ মে ২০২২, ১৪:৩৪

প্রতিষ্ঠার তিন দশকে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা আর আয়তন বাড়লেও সেই তুলনায় জনবল বাড়েনি।


বন্দরনগরীতে ৬৬ প্রজাতির ছয় শতাধিক প্রাণী নিয়ে এ চিড়িয়াখানা চলছে কিউরেটর এবং সহকারী কিউরেটর ছাড়াই। এই বিপুল সংখ্যক প্রাণীর দেখাশোনার দায়িত্বে আছেন মাত্র ১৪ জন কর্মী আর একজন মাত্র চিকিৎসক।


সেই চিকিৎসকই এক দিকে অসুখবিসুখে প্রাণীদের চিকিৎসা দিচ্ছেন, অন্য দিকে কিউরেটর ও সহকারী কিউরেটরের কাজ সামলাচ্ছেন একা হাতে। 


অথচ দেশের প্রথম সাদা বাঘের জন্ম এই চিড়িয়াখানাতেই; আছে জেব্রা, সিংহ, বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি, ইমু। বন গরু, কুমিরও চিড়িয়াখানায় আসা দর্শকদের অন্যতম আকর্ষণ।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও