১০ মিনিট দেরি হওয়ায় পরীক্ষায় বসতে দেওয়া হলো না শিক্ষার্থীকে
পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে মাত্র ১০ মিনিট দেরি হয়েছিল। সে কারণে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি দশম শ্রেণির এক শিক্ষার্থীকে? এর জেরে হাওড়ার আলমপুরে জাতীয় সড়ক অবরোধ করেন অভিভাবকরা। পরিস্থিতি স্বাভাবিক করতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। তারপরও সমস্যার সমাধান না হওয়ায় পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরতে হয় শিক্ষার্থীকে।
জানা গেছে, হাওড়ার পাঁচলার সাইনিস ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র আকিক নাগ। এ বছর সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) দশম শ্রেণির পরীক্ষা দিচ্ছে সে। তার আসন পড়েছে আলমপুরের এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে। বৃহস্পতিবার (৫ মে) পরীক্ষা শুরু হতে তখনও প্রায় ২০ মিনিট বাকি। কিন্তু মায়ের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেও হলে আর বসতে দেওয়া হয়নি তাকে।
কারণ, সিবিএসই'র নিয়ম অনুযায়ী, সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হলেও ১০টার মধ্যেই কেন্দ্রে পৌঁছাতে হয় পরীক্ষার্থীদের। এমনকি প্রবেশপত্রেও সে নির্দেশনার কথা লেখা আছে। আকিকের মা মমতা নাগ জানান, রাস্তায় গাড়ি খারাপ হয়ে যাওয়ায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে ১০ মিনিট দেরি হয়ে যায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পরীক্ষা
- দেরি