You have reached your daily news limit

Please log in to continue


বেবি বাম্পসহ দেখা দিলেন পরীমণি

চিত্রনায়িকা পরীমণি মা হচ্ছেন। খবরটা তিনি প্রকাশ করেছেন গত ১০ জানুয়ারি। সেদিনই চিকিৎসকের কাছ থেকে নিশ্চিত হন। আর একইদিন জানিয়ে দেন, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তার বিয়ের খবরও।

অন্তঃসত্ত্বা হওয়ার পর সিনেমার কাজও করেছেন। তবে এখন আর ঝুঁকি নিচ্ছেন না। একেবারে বিশ্রাম আর অবকাশে আছেন। সম্প্রতি ঈদ উদযাপনের জন্য কক্সবাজার গেছেন নায়িকা। সঙ্গে স্বামী শরিফুল রাজ ও নানা শামসুল হক। পরীর আপনজন বলতে তো এই দু’জনই। তাদের নিয়েই তাই সমুদ্রের নগরীতে ঈদ উদযাপন করেছেন।

এদিকে কক্সবাজার থেকে একের পর এক ফটোশুট করে চলেছেন পরীমণি। সেসব ছবি শেয়ার করছেন ভক্তদের সঙ্গেও। তবে বৃহস্পতিবার (৫ মে) রাতে যে ছবি দিয়েছেন, সেটা যেন আগের সবগুলোকে ছাপিয়ে গেল। কেননা এই ছবিতে পরী দেখা দিয়েছেন অন্তঃসত্ত্বা রূপে।

সবুজ রঙের একটি গাউন পরে আহ্লাদি ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন পরীমণি। ছবিতে তার বেবি বাম্প একেবারে স্পষ্ট। তিনি নিজেও হাত দিয়ে রেখেছেন বেবি বাম্পের ওপর। বোঝাই যাচ্ছে, মাতৃত্বের স্বর্গীয় অনুভব তাকে ছুঁয়ে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন